ad1
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

৬ মাসের মেয়ে দুয়াকে নিয়ে চিন্তায় দীপিকা!

kabir
মার্চ ১০, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : গতবছরই কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ের নাম রাখেন ‘দুয়া’। তারপর থেকে মেয়েকে নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। মাতৃত্বকালীন ছুটিতে আপাতত কাজের দুনিয়া থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী।

ছোট্ট দুয়ার সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে ‘মা’ দীপিকার। সারাক্ষণ মেয়েকে বুকে করে আগলে রেখেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘কল্কি ২৮৯৮ এডি’ পার্ট ২র কাজও নাকি দীপিকার জন্যই পিছিয়েছে। কারণ আপাতত পুরোটা সময় মেয়েকেই দিতে চান।

তবে এরই মাঝে তিনি গিয়েছিলেন আবু ধাবিতে। একটি জুয়েলারি সংস্থার বিজ্ঞাপনের কাজে। তবে ফটোশ্যুটের মাঝেও মেয়ে দুয়ার কথাই নাকি মাথায় ঘুরছিল তার। প্রথম মাতৃত্ব বলে কথা, খুব স্বাভাবিকভাবেই তাই দুয়াই এখন দীপিকার একমাত্র ধ্যানজ্ঞান।

তবে ৬ মাসের মেয়েকে নিয়ে ছোট ছোট নানান চিন্তাই এখন ঘুরে বেড়ায় অভিনেত্রীর মনে। আবু ধাবিতে গিয়ে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, তার সাম্প্রতিক গুগল সার্চ ছিল ৬ মাসের মেয়ের থুতু ছিটানো কবে বন্ধ হবে? এর ফলে মেয়ের কোনও সমস্যা হবে না তো?

আর পাঁচটা মায়ের মতোই এমন ছোট ছোট চিন্তাভাবনাই ঘোরাফেরা করে দীপিকার মনেও। আর কোনও প্রশ্ন জাগলেই গুগল সার্চ উত্তর খুঁজতে থাকেন।

দীপিকা জানিয়েছেন, তিনি এখন ছুটির দিনগুলোতে একটু ঘুমিয়ে, ম্যাসাজের আরাম নিয়ে কিংবা মেয়ের সঙ্গেই সময় কাটান। তবে মেয়ের জন্যই এখন ছুটি ভীষণই কম। কারণ সন্তানের সমস্ত দেখভাল তিনি নিজেই করেন।