
মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, তানোর পৌর বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ, কামারগাঁ ইউনিয়ন বিএনপির নেতা সুলতান আহম্মেদ ও রবিউল ইসলাম মাস্টার, মিজানুর রহমান লাটু, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, লুৎফর রহমান, কামরুল ইসলাম, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, লফর উদ্দিন, শহীদুল ইসলাম, জামাল, মাসুম ও দুরুল হুদাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST