কামাল বারি
সন্ধ্যা-স্মরণ— অনুরাগ…
বেসামাল রোদের মতো অতিকল্পনা…
চাঁদ নেই বাইরে—
আলো আর কাচের দৃশ্যমালা…
প্রবল ইচ্ছে-নদ গোধূলির আরক্তিম আকাশে
প্রতিশ্রুতির অলেখা পত্রাবলি মেঘাকার…
সাগর-সঙ্গমে মহাজঙ্গম স্রোত বহমান…
না-ভাঙা-ব্রিড়া ভয়
সন্ধ্যার আঁধারের মতো
কালো কেশের আড়াল
বেপরোয়া চোখ…
সাগরিকা জড়োয়ায় প্রণয়ের সংলাপ…
রং জাগা ঠোঁট তার…
সন্ধ্যার স্মরণ বেলায় বিচিত্রিত…
বুনোঘ্রাণ ফুলের মতন মুখখানি
আলোকমালায় বর্ণিল— মিলে যায়।
