ad1
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস

এক ম্যাচেই ৫ গোল মাতেও মেসির

kabir
এপ্রিল ১৫, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছে। ইন্টার মায়ামির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে তারা।

ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের ম্যাচে খেলে এবার সবার নজর কেড়েছে মাতেও মেসি। মায়ামির অনূর্ধ্ব–৯ দলের হয়ে খেলা সেই ম্যাচে একাই ৫ গোল করেছে মাতেও।

এই ৫ গোলের মধ্যে একটি ফ্রি কিক থেকে পেয়েছে মাতেও। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি–কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ। অনেকটাই নিজের বাবার মতোই শট নিয়েছে মাতেও।

তবে একটা জায়গায় মেসির সঙ্গে মিল নেই মাতেওর। মেসি বা পায়ের খেলোয়াড় হলেও মাতেও সবগুলো গোল করেছেন ডান পায়ে। একটি গোলের পর তার বাবার বিখ্যাত উদ্‌যাপনও করেছে মাতেও। গোল করে সে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুড়ে দিয়েছে উড়ন্ত চুমো।

মাতেওর এমন উদযাপন আর দুর্দান্ত গোলের ভিডিও ইতোমধ্যেও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।