ad1
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সনাক, রাজশাহী’র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

kabir
জুন ৬, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: ‘‘ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধ এবং খরা সহনশীলতা অর্জনে চাই আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন’’ প্রতিপাদ্যে গতকাল বুধবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে ৯ম শ্রেণির মাইয়্যাশাউ সুমাইয়া (ইলমা), শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন। কুইজ প্রতিযোগিতার বিষয়সমূহ ছিলো- বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ দিবসের পালনের প্রেক্ষাপট, টেকসই উন্নয়ন অভীষ্ট, জলবায়ু ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন ইস্যুতে সরকারি কার্যক্রমসহ অন্যান্য সমসাময়িক বিষয়সমূহ।
কুইজ প্রতিযোগিতা শেষে হেড অব টেকনিক্যাল স্কুল তানিমা হকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য সফি উদ্দিন আহমদ ও গোলাম সারওয়ার। আলোচনা সভায় বক্তাদের পক্ষ থেকে উত্থাপিত দাবিসমূহ হলো- প্রাকৃতিক সম্পদ যেমন নদী-নালা, খাল-বিল, হাওর, জলাশয়, বনাঞ্চল, পাহাড় ও পরিবেশ সংবেদনশীল এলাকা সঠিকভাবে চিহ্নিত করে তা সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা, অবৈধভাবে দখলকৃত বনভূমি ও নদীর জায়গা উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা, বনভূমি, জলাভূমি ও কৃষি জমির অবক্ষয় রোধে অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানা স্থাপন বন্ধ করা, তাপমাত্রা হ্রাস, খরা ও মরুকরণ প্রতিরোধে সরকারকে জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রদান করা এবং অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানির উত্তোলন বন্ধ করার পাশাপাশি ভূমি ও পানি দূষণ রোধে কৃষি ও মৎস্যচাষে কীটনাশক ও রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ ১০ জনকে পুরস্কার হিসেবে বিভিন্ন ফলজ গাছের (পেয়ারা, আমড়া, কমলা, মালটা ও লেবু) চারা প্রদান করা হয়।