ad1
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস

বাগমারায় বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ডিডিএলজি

kabir
আগস্ট ২৫, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) জাকিউল ইসলাম।

সোমবার দিনব্যাপী সরকারি সফরে বাগমারায় আসেন তিনি। সফরকালে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপজেলার যোগীপাড়া, গোয়ালকান্দি, শ্রীপুর ইউনিয়ন, ভবানীগঞ্জ পৌরসভা ও তাহেরপুর পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সেই সাথে সভায় তাহেরপুর পৌরসভায় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থ স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে গ্রন্থাগারের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এডিপি।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।