ad1
ঢাকাশুক্রবার , ৩১ মে ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে রাসেল ভাইপারের দংশনে কৃষকের মৃত্যু

kabir
মে ৩১, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে কলা বাগানে কাজ করার সময় বিষধর রাসেল ভাইপার সাপের দংশনে হাফিজুর রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) উপজেলার সাহাপুর ইউনিয়নের পূর্ব দীঘাপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আফসার হোসেন খানের ছেলে।

নিহতের মামাতো ভাই শিক্ষক আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার বিকালে হাফিজুর দাদাপুর চরে তার কলা বাগানে কাজ করছিলেন এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। এরপর তাকে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় কিন্তু এখানে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাপের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়ার পরে চাটমোহর থেকে একজন সাপুড়ে দিয়েও তার চিকিৎসা করানো হয়।

শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ফের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য পদ্মার চরসহ আশেপাশের মাঠে এর আগে একাধিকবার রাসেল ভাইপার সাপের বিচরণ ও দংশনের ঘটনা ঘটে। হাফিজুরকেও রাসেল ভাইপার সাপ দংশন করে বলে জানান স্থানীয়রা।