ad1
ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস

ঢিলা কুলুপ করতে গিয়ে পায়ুপথে ৬ ইঞ্চি ডাব

kabir
এপ্রিল ১৩, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তিতে এক যুবকের (৪৫) পায়ুপথ থেকে ৬ ইঞ্চি লম্বা একটি ডাব বের করেছেন চিকিৎসকরা। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারের মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ডাবটি বের করা হয়।

হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের এক যুবকের পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব ঢুকে যায়। এরপরে ওই যুবক মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এক্সরে করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় ডাবটি বের করতে সক্ষম হন।

এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনেরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান বলেন, দুর্ঘটনা বসত ঢিলা কুলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই। ওই রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এখন অনেক সুস্থ আছেন।