ad1
ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় পুলিশের অভিযানে আ’লীগ ও যুবলীগের ৩জন গ্রেপ্তার

kabir
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পুলিশের অভিযানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবলু হাসান এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান। সোমবার দিবাগত রাতে বাগমারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ৫ আগস্টের ঘটনায় মুনছুর রহমানের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে রাতের আঁধারে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে তাহেরপুর পৌরসভায় ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। পরে তাকেও ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রাতে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতা সহ লিফলেট বিতরণকালে যুবলীগের আরেক নেতাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।