ad1
ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বেরোবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল, থানায় জিডি

kabir
এপ্রিল ৬, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের নামে ভুয়া ইমেইল আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সকলকে এই ইমেইল আইডি থেকে আসা সকল বার্তা পরিহার করে চলার জন্য বলা হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে drmdhasiburrashid@gmail.com ই-মেইল আইডি থেকে একটি অসাধু মহল বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু এই ই-মেইল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নয় এবং এর সঙ্গে অত্র বিশ্বদ্যিালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এই ই-মেইল আইডিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সকলকে এই ই-মেইল আইডি থেকে আসা সকল বার্তা পরিহার করে চলার জন্য এবং এই বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।