ad1
ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আজকের পত্রিকা
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাঁপাই নবাবগঞ্জ
  10. জয়পুরহাট
  11. ঢাকা
  12. নওগাঁ
  13. নাটোর
  14. পাবনা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১.২৪ শতাংশ

gonodhoni
অক্টোবর ১৫, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম বলেন, এ বছর শতভাগ পাশ করেছে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা ১২টি। এবার পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।

তিনি আরও বলেন, গত বছরের ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

এ বছর এইচএসসি পরীক্ষায় ৭১ হাজার ৮১৭জন ছাত্র, ৬৫ হাজার ৩৬৭ জন ছাত্রী অংশ নেয়। এবছর মোট জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন ছাত্র-ছাত্রী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫৯৭ জন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে অসৎউপায় অবলম্বরে ২৪ জন ছাত্র-ছাত্রীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া এক বিষয়ে অকৃতকার্যের হার গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। এবছর তার হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। এবছর ২০৩ টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।