স্টাফ রিপোর্টার : রাজশাহী: রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়েছে। এদিন বিকেল চারটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে আরও ১ ডিগ্রি। রাজশাহী আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল চারটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ছয়টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তবে বিকেলে সে আর্দ্রতা এসে দাঁড়ায় ৪৫ শতাংশ। প্রশ্নের জবাবে আবহাওয়া কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বাতাসের আর্দ্রতা বেশি থাকায় রাজশাহীতে তীব্র গরম অনুভূত হচ্ছে। ৩৯ ডিগ্রি তাপমাত্রা হলেও সেটি ৪০ ডিগ্রির ওপরে অনুভূত হচ্ছে। আরও দুই-তিন দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাত ছাড়া তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নাই বলেও জানান রাজশাহী আবহাওয়া অফিসের এই আবহাওয়া কর্মকর্তা। এদিকে, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ার পর রাজশাহীসহ গোটা উত্তারাঞ্চলের ওপর দিয়ে তীব্র মাত্রার তাপদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহীতেই তাপদাহের মাত্রা বেশি। ঢাকা আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আবারও শুরু হওয়া তাপদাহ আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে। বর্তমানে রাজশাহী ছাড়াও পাবনা ও বদলগাছি, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী এক দু’দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
সদ্য সংবাদ
সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র
স্টাফ রির্পোটার : মুজিববর্ষ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে মহানগরীর সিএন্ডবি মোড়ে নির্মাণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এ লক্ষ্যে...
নগরীর ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান...
শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার সন্ধ্যায় দলিল লেখক সমিতি উপজেলা নির্বাহী...
নগরীর ১৩নং ওয়ার্ডে ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলের আয়োজনে ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল...
আরসিআরইউ’র বর্ষপূতি ও প্রকাশনার মোড়ক উন্মোচন
সংবাদ বিজ্ঞপ্তি : আট বছর পেরিয়ে নয় বছর পাড়ি দিতে চলেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। এ উপলক্ষে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ প্রকাশনা...