স্টাফ রিপোর্টার : বিভাগীয় শহর রাজশাহীতে একের পর এক বন্ধ হয়ে গেছে চারটি সিনেমা হল। সর্বশেষ টিকে ছিল শহরের নিউমার্কেটের পেছনে ‘উপহার’ সিনেমা হল। আজ শুক্রবার থেকে সেটিও বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রদর্শনীর পরেই সিনেমা হলটিতে সিনেমা দেখানো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর নতুন মালিক। এর প্রতিবাদে বিকেলে রাজশাহীর সিনেমা দর্শকেরা হলটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃষ্টিকে উপেক্ষা করে ২৫-৩০ জন দর্শক বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এদের মধ্যে অনেকেই ছিলেন তরুণ। এরা হলের সামনে অবস্থান নিয়ে হলটি রক্ষায় বক্তব্য দেন। তারা স্থানীয় প্রশাসন তথা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের কাছে হলটি রক্ষা করার দাবি জানান। সভায় রাব্বির সঞ্চালনায় বক্তৃতা করেন শাকিল শাহ, রায়হান খান, নাদিম, মাইনুল ইসলাম, বিশম, জিম, পাপাই, সজিব, শাওন, আহমেদ মাহফুজ, শাহারিয়ার চয়ন প্রমুখ। বক্তারা বিভাগীয় শহরে অন্তত এই হলটিকে রক্ষা করে দর্শকদের চলচ্চিত্র-বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশার প্রতি অনুরোধ জানান। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, শেষ এই হলটিও ভাঙা পড়লে রাজশাহীতে সিনেমাপ্রেমী নি¤্নবিত্ত মানুষদের বড় পর্দায় চলচ্চিত্র দেখার আশা চিরতরে শেষ হয়ে যাবে। তাই তারা হলটিকে রক্ষার জন্য হল মালিকের প্রতি অনুরোধ জানান।
সদ্য সংবাদ
বাগমারায় ধান ক্ষেতে পোকার আক্রমন, ক্ষতির মুখে কৃষক
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় ধান ক্ষেতে পোকার আক্রমনে নষ্ট হচ্ছে শত শত বিঘার ধান। ক্ষেতে ক্ষেতে পাকার আগ মূহুর্তে ধানের শীষ মরে...
রাজশাহী বিভাগে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলো ১৪ হাজার ২১২ জন
স্টাফ রির্পোটার : রাজশাহী বিভাগে করোনার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিয়েছে ১৪ হাজার ২১২ জন। এরমধ্যে ৮ হাজার ৭০১ জন পুরুষ, ৫ হাজার...
মেয়র লিটনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে বসবাসরত এক হাজার গরীব, অসহায়, দুঃস্থ্য, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে...
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরিশালে বদলি
অনলাইন ডেস্ক : চিকিৎসকের সঙ্গে বাকবিতন্ডায় জড়ানো ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে।...
রাজশাহীতে ঢিলেঢালা লকডাউন
স্টাফ রিপোর্টার : সরকার ঘোষিত দ্বিতীয় দফার কঠোর লকডাউনের দ্বিতীয় দিন রাজশাহীতে ঢিলেঢালাভাবেই পালিত হচ্ছে। অনেকেই নির্দেশনাকে অমান্য করে বাইরে বের হচ্ছেন। আরডিএ মার্কেটসহ...