স্টাফ রিপোর্টার : আসন্ন মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) এসএম আব্দুল কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ আহ্বান জানান ডিসি। রমজান মাসে নিত্যপ্রয়োজনী পণ্যসামগ্রীর যোগান ও মূল্য স্থিতিশীল রাখতে এই বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় ডিসি এসএম আব্দুল কাদের বলেন, প্রতিবছর রমজান আসলেই আমরা আতঙ্কে থাকি নিত্যপ্রয়োজনী পণ্যের মজুদ ও এর দাম নিয়ে। এছাড়া ভেজাল ও নিম্নমানের পণ্য নিয়েও আতঙ্ক থাকে। তাই এবার রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই সেমাই তৈরীর কারখানাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া রমজানের শুরু থেকে বাজার দর মনিটরিং করবে জেলা প্রশাসন। এ সময় বাজারে মূল্য তালিকা না থাকলে বা কৃত্রিম সংকট তৈরী করে কেউ পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোনো অবস্থাতেই ভেজাল পণ্য তৈরী বা বাজারজাত করা যাবে না। কেউ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে যেসব পণ্য বিক্রি শুরু হয়েছে তা ঈদ পর্যন্ত অব্যাহত রাখা হবে বলেও জানান রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। সভায় ব্যবসায়ীরা জানান, এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের সংকট নেই। বিভিন্ন কারণে চিনির দাম একটু বেশি আছে। তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। এছাড়া পাইকারি ও খুচরা বাজারে চাল, ডাল, তেল, লবন, ছোলা, খেজুর, পেঁয়াজ ও মশলাসহ অন্য সব পণ্যের দামই বর্তমানে স্থিতিশীল রয়েছে। রমজানেও তা সহনীয় পর্যায়ে থাকবে বলে প্রতিশ্রুতি দেন রাজশাহীর স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে মহানগর ও জেলায় টিসিবির পণ্য বিক্রির পয়েন্ট আরও বাড়ানোর দাবি জানানো হয়। সবার দাবির কথা বিবেচনা করে এ ব্যাপারে আলোচনা করে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও সবাইকে আশ্বস্থ করেন জেলা প্রশাসক। সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বক্তব্য রাখেন। এছাড়া সভায় রাজশাহী চেম্বার অব কমার্স, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্যবসায়ী ঐক্য পরিষদ, বেনতি ব্যবসায়ী সমিতি, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি, মার্কেট ব্যবসায়ী ও মুদি ব্যবসায়ী, চাল ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সদ্য সংবাদ
রাজশাহীর দুই পৌরসভায় আ.লীগ, অপরটিতে ‘বিদ্রোহী’ প্রার্থী বিজয়ী
স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার রাজশাহীর তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের...
২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ
স্টাফ রির্পোটার : সোনালী অতীত ক্লাব, রাজশাহী আয়োজিত ২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে...
বাঘার চাঞ্চল্যকর জহুরুল হত্যার রহস্য উদঘাটন :আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার মোবাইলের সেলসম্যান জহুরুল ইসলাম (২৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তিনজনকে গ্রেফতারের এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়। এর...
আড়ানী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মুক্তার আলী
আতাহার আলী,বাঘা : সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার ১৬ জানুয়ারি সম্পন্ন হয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল...
ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী আব্দুল মালেক মন্ডল বিজয়ী
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর...