স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে স্থানীয় সাংবাদিক ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশ ও দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগগুলো সর্বস্তরের পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর নাইস ইন্টারন্যাশনাল হোটেল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী। সভায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক বার্তা পত্রিকার সম্পাদক এসএম আব্দুল কাদের, দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তছিকুল ইসলাম বকুল, আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবর রহমান, বিটিভি রাজশাহীর প্রতিনিধি আজিজুল ইসলাম প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের তাৎপর্য তুলে ধরে আঞ্চলিক উপ-প্রধান তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়ন বিষয়ে জনগণকে অবহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেন। সভায় রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জানান, জেলায় বিদ্যুতের কোনো ঘাটতি নেই। জনগণের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সভায় ১০টি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা রাজশাহী ভিত্তিক চলমান বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে সহযোগিতার আশ্বাস দেন। সভায় ১০টি বিশেষ উদ্যোগের উপস্থাপনা করেন উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান।
সদ্য সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির মানববন্ধন
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, জেলা শাখা। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায়...
শিবগঞ্জে কন্দাল ফসল উৎপাদনে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : ২০২০-২০২১ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ দপ্তরের উদ্যোগে...
শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে এলজিইডির বাস্তবায়নে ৯৯ লাখ টাকা...
শিবগঞ্জে ১৫ বছর পর দুটি রাস্তার উন্নয়ন কাজ শুরু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : দীর্ঘ ১৫ বছর ধরে জনদূর্ভোগের পর আজ রবিবার শিবগঞ্জ বাজার মনাকষা মোড় হতে খাসেরহাট জিসি ভায়া মনাকষা হাট পর্যন্ত সোয়া ১১...
রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নগর ভবনের সিটি...