স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি গ্রামে থাকবে হবে শহরের সব সুযোগ-সুবিধা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে গ্রামে শহরের সব সুযোগ-সুবিধা পৌছে যাবে। ইতোমধ্যে শহরের অনেক সুযোগ-সুবিধা গ্রামে পাওয়া যায়। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এটুআই এর সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশের যখন সূচনা শুরু হয়, তখন ডিজিটালকে নিয়ে অনেকে কটাক্ষ্য করেছে। কিন্তু বর্তমানে সেটার বাস্তবায়ন হয়েছে। বিভাগীয় কমিশনার নূর উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে রাজশাহী বিভাগের সকল জেলার উদ্যোক্তরা অংশ নেন। আলোচনা সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন ও অন্যরা।
সদ্য সংবাদ
বিদেশী ওষুধ দিয়ে ইচ্ছেমতো মূল্য আদায়, জরিমানা
স্টাফ রিপোর্টার : রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে রোগীদের দেয়া হতো বিদেশী ওষুধ। কিন্তু ওষুধের প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য থাকত না। তাই রোগীর স্বজনদের কাছ...
রাজশাহীতে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেলে একজন ভারতীয় শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে...
আরইউজের নতুন সভাপতি রফিক, সাধারণ সম্পাদক তানজিম
স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম রফিক সভাপতি ও যুগান্তরের তানজিমুল হক তানজিম সাধারণ সম্পাদক নির্বাচিত...
তানোরে প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘর পেল ৫৭ ভুমিহীন পরিবার
তানোর প্রতিদিন : রাজশাহীর তানোর উপজেলার ৫৭ ভুমিহীন পরিবার পেল প্রধান মন্ত্রীর পাকা ঘরে মাথা গোঁজার ঠাই। শনিবার সকালে ভুমিহীনদের হাতে ওইসব ঘরের দলিলসহ...
রাজশাহী জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, মাদকদ্রব্য উদ্ধার
স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও...