স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃত্বন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ রাজশাহী মহানগরী এলাকায় মাদক, মোটরসাইকেলে ছিনতাই, নারী ও শিশু নির্যাতন সমস্যাগুলোর বিষয়ে কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে করে বক্তব্য রাখেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য ও মহানগর পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুল খালেক মহানগরীর ছাত্রাবাসগুলোতে; বিশেষ করে বিনোদপুর সংলগ্ন এলাকায় নজরদারী এবং অভিযান পরিচালনা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়াও নগরীতে মাদক বিরোধী অভিযান আরও বাড়ানোর আহবান জানান তিনি। মতবিনিময়কালে পুলিশ কমিশনার সকলের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদকের বিরুদ্ধে জোরালভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। এ জন্য তিনি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। গঠনমূলক পরামর্শের জন্য কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যার বোনাসকাল চলছে, অর্থাৎ আমাদের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে কর্মক্ষম যুবশক্তি। প্রশাসনসহ সমাজের সকল স্তরের প্রতিনিধির দায়িত্ব এই যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে রূপকল্প-২০২১ এবং ২০৪১ এর লক্ষমাত্রা অর্জন করা। এ জন্য সকাইকে একসঙ্গে কাজ করতে আহবান জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে নগরের রাজপাড়া থানার কমিউনিটি পুলিশং কমিটির সভাপতি আজিজুল আলম বেন্টুসহ সকল থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের আগে রাজপাড়া থানা পুলিশিং কমিটির পক্ষ থেকে পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজিজুল আলম বেন্টু।
সদ্য সংবাদ
নগরীতে ট্রাফিক সার্জেন্টকে পেটালেন যুবক
অনলাইন ডেস্ক : মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না। তাই তাকে থামিয়েছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। এ নিয়ে বাগবিতণ্ডা। এরই একপর্যায়ে আচমকা হামলা সার্জেন্টের ওপর।...
রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত: ৭৮টি মামলা দায়ের
স্টাফ রির্পোটার : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল...
নগরীর ১৮ ও ২১নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীর ১৮ ও ২১নং ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথক দুইটি...
নগরীর ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস্ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারিতাস রাজশাহী অঞ্চল আয়োজিত কয়েরদাঁড়া মাঠে...
রাসিক মেয়র লিটনের সাথে রাজশাহী বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিভাগের নতুন পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুল আহসান...