স্টাফ রিপোর্টার : দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর বর্ষবরণের সংস্কৃতিতে না থাকলেও ঘুরেফিরে উৎসবের অনুষঙ্গ সেই রূপালি ইলিশই। চৈত্রের শেষ দিনে তাই কদর বেড়েছে ইলিশের। ক্রেতাদের চাহিদাকে সামনে রেখে মজুদকৃত ইলিশ বের করছেন ব্যবসায়ীরাও। তবে শিকার বন্ধের অজুহাতে চড়া দাম হাঁকানো হচ্ছে ইলিশের। তাই বৈশাখী উত্তাপ ছুঁয়েছে ইলিশের শরীর! সারা বছর যেমনই হোক পহেলা বৈশাখের দিনে পান্তা-ইলিশ খাওয়ার লোভটা সামলাতে পারেন না কেউই। তাই সবারই যেন ইলিশ চাই। কিন্তু বৈশাখী হাওয়ায় নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশের দাম। বিক্রেতারা বলছেন, ইলিশ শিকার বন্ধ। তাই আমদানি না থাকায় দাম বেশি। জুন মাসে পদ্মায় ইলিশ ধরার মৌসুম শুরু হবে, তখন দামও কমবে। রাজশাহীর বাজারে এখন যেসব ইলিশ পাওয়া যাচ্ছে সেগুলো বরিশাল, চাঁদপুর ও চট্টগ্রাম থেকে আমদানি করা। এগুলো বৈশাখের জন্য মজুদ করা হয়েছিল। তাই বাজারে ইলিশের দাম বেশি। মহানগরীর সাহেব বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যাবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি প্রায় দুই থেকে আড়াইশ’ টাকা। খুচরা বাজারে বড় ইলিশ না পাওয়া গেলেও ছোট ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। এতে ক্রেতাদের বেশি দামে ইলিশ কেনা ছাড়া আর উপায় থাকছে না। বাজারে এদিন ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ছয়শ’ থেকে আটশ’ টাকা কেজিতে। ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে নয়শ’ থেকে ১ হাজার ২শ’ টাকায়। যদিও এক সপ্তাহ আগে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হয়েছে ৫শ’ টাকায়। এছাড়াও ৩শ’ থেকে সাড়ে ৪শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৪শ’ টাকা কেজিতে। মহানগরীর সাহেব বাজারে ইলিশ কিনতে রনিতা আক্তার জেরিন নামের এক ক্রেতা বলেন, সারা বছর না হলেও পহেলা বৈশাখের একটি দিন পরিবারের লোকজনের ইলিশের প্রতি বাড়তি আকর্ষণ থাকে। কিন্তু বৈশাখ এলেই তার দাম বেড়ে যায়! মহানগরীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী মোকলেজ বলেন, এবার ইলিশের আমদানি যেমন কম, তেমনি ক্রেতাও অনেক কম। আজও সকাল থেকে অনেক মানুষ ইলিশের বাজারে আসছেন, দেখছেন, দাম জানছেন আর চলে যাচ্ছেন। দু’একজন ক্রেতা এখন ইলিশ কিনছেন।
সদ্য সংবাদ
নগরীতে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ কমিশনার
স্টাফ রির্পোটার : নগরীর উপকণ্ঠ কাটাখালীতে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকালে মাসকাটাদিঘী স্কুল ও কলেজ মাঠে পুলিশ কমিশনারের সহযোগিতায় কাটাখালী পৌরসভা...
রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত: ২৪টি মামলা দায়ের
স্টাফ রির্পোটার : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত...
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন মনোনয়নপত্র দাখিল
স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২০২৫ চার বছর মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে তফশিল অনুযায়ী বিক্রয়কৃত ৬২ টি মনোনয়নপত্রের বিপরীতে বিভিন্ন পদে ২৬টি...
রাসিক মেয়র লিটনের সাথে তাহেরপুর পৌরসভার মেয়র প্রার্থী কালামের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও আগামী...
রাসিক মেয়র লিটনের সাথে রাকাবের ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত...