বাগমারা প্রতিনিধি : মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে পরিস্কার- পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠান গড়ার লক্ষে রাজশাহীর বাগমারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিশেষ সহায়তা দলের উদ্যোগে এই অভিযান শুরু হয়। অভিযানের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অসঙ্গতি দেখার পর সেখানে বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার উপজেলার হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হাসানুজ্জামানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে ক্লাশরুম এবং বিদ্যালয়ের অভ্যন্তর সহ চারপাশ পরিস্কার করেন। এসময় প্রধান শিক্ষকের সাথে পরিস্কার অভিযানে অংশ গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল গাফ্ফার, মোজাম্মেল হক, ইসকেন্দার, শিক্ষার্থীদের মধ্যে সূচনা, কেয়া, শীলা, মুস্তাসিন বিল্লা, রাজু, সিনথিয়া প্রমুখ। হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হাসানুজ্জামান বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিমাসে ১ দিন করে বিদ্যালয়ের চারিপাশের অপরিস্কার জায়গা সুন্দর ভাবে পরিস্কার করবে। এছাড়াও সপ্তাহে একদিন বিদ্যালয়ের শ্রেণী কক্ষ সহ অভ্যন্তরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিস্কার রাখবে। অনেক প্রতিষ্ঠানে অসঙ্গতি পাওয়ার কারণে সেগুলোর বিষয়ে পরামর্শ দেওয়া এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন, টয়লেট টিস্যু, টিস্যু বাক্স, হারপিক, ব্রাশ, মগ, বালতি, সাবান, হ্যান্ড ওয়াশ ও ঝাড়ু বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, বিশেষ দলের মাধ্যমে চারদিনের এই অভিযান চালানো হবে। তবে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত রাখাই এর মূল লক্ষ্য। এছাড়াও বিশেষ সহায়ক দলের কাছ থেকে পরিদর্শনের প্রতিবেদন মোতাবেক প্রতিষ্ঠানগুলোর প্রতি নজরদারি করা হবে।
সদ্য সংবাদ
নগরীতে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ কমিশনার
স্টাফ রির্পোটার : নগরীর উপকণ্ঠ কাটাখালীতে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকালে মাসকাটাদিঘী স্কুল ও কলেজ মাঠে পুলিশ কমিশনারের সহযোগিতায় কাটাখালী পৌরসভা...
রাসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত: ২৪টি মামলা দায়ের
স্টাফ রির্পোটার : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত...
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন মনোনয়নপত্র দাখিল
স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২০২৫ চার বছর মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে তফশিল অনুযায়ী বিক্রয়কৃত ৬২ টি মনোনয়নপত্রের বিপরীতে বিভিন্ন পদে ২৬টি...
রাসিক মেয়র লিটনের সাথে তাহেরপুর পৌরসভার মেয়র প্রার্থী কালামের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র ও আগামী...
রাসিক মেয়র লিটনের সাথে রাকাবের ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত...