চাঁপাইনবাবগঞ্জে আরামবাগ বঙ্গবন্ধু ক্লাব উদ্বোধন

1254

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪নং ওয়ার্ডের আরামবাগ বঙ্গবন্ধু ক্লাব উদ্বোধন ও নব-নির্বাচিত কমিটির সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ক্লাব চত্বরে ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ঈসারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাবির আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ সদও আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মুকুল আলী, ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুন্সি নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ হাসান, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ তমাল। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সাংসদ আবদুল ওদুদ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

SHARE