স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আসামিকে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম (৩৩)। রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায় তার বাড়ি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২০ সালের ২৫ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। তার কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ও একটি পিকআপ জব্দ করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করে।
পরে আদালতে মামলার বিচার শুরু হয়। নয়জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী এন্তাজুল হক বাবু।