নগরীতে নিজ বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

17

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নিজ বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে পড়ে ছিল লাশটি। ওই নারীর মুখে আঘাতের চিহ্ন দেখেছে পুলিশ। মুখে রক্তও ছিল। তবে কীভাবে এই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

নিহত নারীর নাম বিউটি বেগম (৫৫)। নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। এক ছেলেকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। রোববার দুপুর ১২টার দিকে পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) কিংকর লাল মণ্ডল জানান, সকালে বাড়িতে লাশ পড়ে থাকার খবর পেয়ে তারা সেখানে যান। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। লাশের সুরতহাল প্রস্তুতের সময় মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। মুখে রক্তও লেগে থাকতে দেখা গেছে।

তিনি জানান, বাড়িতে শুধু ওই নারী এবং তার ছেলে থাকতেন। ছেলে পুলিশকে বলেছেন, সকালে তিনি দোকানে যাবার জন্য মাকে ডাকছিলেন। সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন, মেঝেতে লাশ পড়ে আছে। তবে ওই নারীর আত্মহত্যা করার মতো আলামত দেখা যায়নি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দ হোসেন বলেন, তিনি বিশ^বিদ্যালয়ে দায়িত্ব পালনে ব্যস্ত আছেন। লাশ দেখতে যেতে পারেননি। তবে শুনেছেন। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশও তদন্ত করছেন। তদন্ত শেষেই বিষয়টি স্পষ্ট করে বলা যাবে।

ওসি জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ থাকলে স্বজনেরা থানায় হত্যা মামলা করতে পারবেন। তারা মামলা না করলে পুলিশ আপাতত একটি অপমৃত্যুর মামলা করবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

SHARE