স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, এটি গতানুগতিক কোন অনুষ্ঠান নয়। যে সকল শিক্ষার্থী শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান। এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করবে। আমি আশা করি তোমরা আগামীতে আরো বেশি স্বীকৃতি ও পদক অর্জন করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, এটি একটি মহতি উদ্যোগ। এই সংবর্ধনা প্রদান শিক্ষার্থীদের আরো বেশি অনুগ্রাণিত করবে।
রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ।