স্টাফ রিপোর্টার: এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২৪ শিক্ষার্থী। শুক্রবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছিল ৪২ হাজার ৭৪৬টি। এর মধ্যে ১৩ হাজার ৯১৪ জন শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এতে রাজশাহী বিভাগের আট জেলার ৮৬ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ২৪ জন।
তিনি জানান, উত্তরপত্রে দেওয়া নম্বর যোগ করতে ভুল হওয়ায় তারা নম্বর কম পেয়েছিল। পুনর্নিরীক্ষণে তা ঠিক হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।
অনেকে কাক্সিক্ষত ফল না পেয়ে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনর্নিরীক্ষণের পর শুক্রবার এই ফল প্রকাশ করা হলো।