রাজশাহীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

13

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলার পিরিজপুর বাগানপাড়া গ্রামের জামিলুর রহমান ওরফে সমির (২৯) ও হরিশংকরপুর গ্রামের আলমগীর হোসেন (৪৩)। সমিরের বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

SHARE