রাজশাহীতে ক্যাবের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন

13

স্টাফ রিপোর্টার: আসছে রোজায় রমজানে সঠিক ওজনে ও নায্যমূল্যে নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য বাজারভিত্তিক চার দিনব্যাপি সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে কনজুমারস অ্যাসোসিয়শেন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী জেলা কমিটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নিউমার্কেটে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান। জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী প্রমুখ।

কার্যক্রমের উদ্বোধনের আগে তারা নিউমার্কেট এলাকার প্রতিটি দোকানে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। তারা সঠিক ওজনে এবং নায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য দোকানীদের প্রতি আহ্বান জানান।

SHARE