স্টাফ রিপোর্টার: রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রাজশাহীতে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর ২৪টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এবার জেলায় এক লাখ ৯৯ হাজার ১৪০টি পরিবারকে দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড।
এর মধ্যে সিটি করপোরেশনের ৫৫ হাজার কার্ডধারী রয়েছেন। কার্ডধারীরা এক কেজি চিনি ৬০ টাকায়, এক কেজি ছোলা ৫০ টাকায়, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন কিনতে পারবেন।
টিসিবির রাজশাহী অফিস প্রধান শাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার শুধু শহরের ২৪টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে। শুক্রবার থেকে জেলার বিভিন্ন উপজেলাতেও পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা প্রতি বরাদ্দে একবার পণ্য কিনতে পারবেন বলেও জানান তিনি।