স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ব্যাটারিচালিত ভ্যান এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর কাটাখালী থানার মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও ভ্যানের যাত্রী রিনা বেগম (৫০)। রাহাতের বাড়ি রাজশাহীর পবা উপজেলার থান্দার পারিলা গ্রামে। আর রিনার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরে। রাজশাহীতে রিনা বোনের বাড়ি যাচ্ছিলেন।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে রাহাতের ভ্যানে চড়ে যাচ্ছিলেন রিনা। ওই সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ভ্যানের সংঘর্ষ হয়। এতে রাহাত ও রিনা গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়েছেন। পরে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।