রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

20

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সজল আলী (২৮)। নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে তার বাড়ি। মঙ্গলবার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হাজির ঢালান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, সজলের কাছ থেকে ৫০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।

SHARE