স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কামরুজ্জামান ওরফে টেনশন জামান (৩৮)। ভারতীয় সীমান্ত লাগোয়া গোদাগাড়ীর দিয়াড়মানিকচক গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত আলাউদ্দিন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবদুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানের সময় সোহেল পালিয়ে গেছেন। আর এক কেজি হেরোইনসহ কামরুজ্জামানকে আটক করা হয়। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।