স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ বিশাল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, এ ব্যাপারে বিশালের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামি বিশালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর বাকির মোড়ে।