রাজশাহী মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

18

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রওশন আরা খোন্দকার। সভাপতিত্ব করেন বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সুস্থ দেহে সুন্দর মন, তবেই নিশ্চিত হবে টেকসই এবং সমৃদ্ধ শিক্ষাঙ্গন। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী’র এই সময়োচিত আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন প্রমুখ।

SHARE