স্টাফ রিপোর্টার: দেশের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষায় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও জেলা পুলিশ তাদের স্মরণ করেছে।
এ উপলক্ষ্যে বুধবার জেলা ও নগর পুলিশ এবং রাজশাহীর অন্যান্য পুলিশ ইউনিট সকাল ১০টায় পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। সেখানে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
পরবর্তীতে জেলা পুলিশের ড্রিল শেডে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন আরএমপি কমিশনার আনিসুর রহমান। সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।
অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে কর্তব্য পালনরত অবস্থায় মারা যাওয়া ৩৮ জন এবং ২০২২ সালে মারা যাওয়া চারজন পুলিশ সদস্যের পরিবারকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক দেওয়া হয়।