দুর্গাপুরে টেকাব ২য় পর্যায় কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্ভোধন

31

মশিউর রহমান ,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ টেকাব ২য় পর্যায় শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে মার্চ হতে এপ্রিল ২০২৩ পর্যন্ত ২ মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ভোধন করা হয়েছে।

বুধবার ১ মার্চ সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নজরুল ইসলাম।

জানা গেছে, টেকাব ২য় পর্যায় কম্পিউটার প্রশিক্ষণে আইসিটি বিষয়ে অত্যন্ত দক্ষ ও মেধাবী ট্রেইনার দ্বারা যুব ও যুব মহিলাদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে পূর্ণাঙ্গ ধারনা দেওয়া হবে। এ প্রকল্পে সম্পূর্ন প্রশিক্ষণ ব্যবস্থা ভ্রাম্যমান অবস্থায় ভ্যানে পরিচালনা করা হবে। এ প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলার ২০ জন যুব প্রশিক্ষণার্থী ও ২০ জন যুব মহিলা প্রশিক্ষণার্থী সহ মোট ৪০ জনকে ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে হাতে কলমে আইসিটি শিক্ষা প্রদান করা হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষনার্থীরা।

SHARE