রাজশাহীতে ২২ জনকে আর্থিক অনুদান দিলেন এমপি মিতা

14

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা। রোববার বেলা ১১টার দিকে রাজশাহী সার্কিট হাউজে ২২ জন অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মাঝে মোট ৮ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

চেক বিতরণের সময় এমপি মিতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায়দের জীবন মান উন্নয়নে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে অনুদান দেওয়া হচ্ছে। এর সবই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে।

এ সময় রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন উপস্থিত ছিলেন।

SHARE