স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাহাড়িয়া জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই মানুষের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে কর্মশালায় আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের জামদহ রক্ষাগোলা সংগঠনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারী সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)। কর্মশালায় পাহাড়িয়া জনজাতির ২০ জন সাংস্কৃতিমনা সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিওর ঊর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম। বক্তব্য রাখেন- উপজেলা পাহাড়িয়া বাইশি পরিষদের সভাপতি রঘুনাথ পাহাড়িয়া, জামদহ রক্ষাগোলা সংগঠনের মোড়ল বাচ্চু পাহাড়িয়া, গোলাই রক্ষাগোলা সংগঠনের মোড়ল ঋষিপদ পাহাড়িয়া, ডাইংপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল পিতর পাহাড়িয়া, নাপিতপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল ইরন পাহাড়িয়া প্রমুখ। পরিচালনা করেন সিসিবিভিওর প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র সরকার।