রাজশাহীতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

17

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ৩০টি ওয়ার্ডে প্রতিদিন ব্লক ভিত্তিক লারভি সাইড অঙ্কুরে বিনাশ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ওয়ার্ড সচিবদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ হোসেন ও মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আসন্ন রমজানের আগেই প্রতিটি ওয়ার্ডে ঝোপঝাড় পরিস্কার-পরিচ্ছন্নতা, পুকুর ডোবা-নালা পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন কর্মসূচি জোরদার করা হবে। এ কার্যক্রম জোরদারকরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।

SHARE