থ্রি হুইলারের চাপায় ভ্যানচালক নিহত

21

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে থ্রি হুইলারের চাপায় জামাল উদ্দিন (৫২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। জামাল উদ্দিন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁচুবাড়ি গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মুরগির ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি থ্রি হুইলার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। থ্রি হুইলারটির চালককে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

SHARE