স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যাথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিসবটি উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহর থেকেই রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার ও রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল নামে মানুষের।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরী শেষে ভুবন মোহন পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী জেলা আওয়ামী লীগ। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।
দিবসের শুরুতে রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে শহীদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান।
পরে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তর ও সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী সম্মানিত অতিথি হিসেবে এবং কবিকুঞ্জর সভাপতি রুহুল আমিন প্রামাণিক আলোচক হিসেবে সভায় বক্তব্য রাখেন। পরে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযথ মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ভুবন মোহন পার্ক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলররা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।