স্টাফ রিপোর্টার: নাটোর ও রাজশাহীতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন- নাটোর সদর উপজেলার কাপুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের রনি আহম্মেদ (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার বড় সেনবাগ গ্রামের নাজমুল হোসেন (৩৫)। এদের কাছ থেকে দুটি অটোভ্যান এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় নাটোর স্টেশন বাজারের মসজিদের সামনে থেকে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছিলেন রনি। পরে তে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের কয়েকজন সদস্য একটি ইজিবাইক চুরি করে। অভিযোগ পেয়ে র্যাব প্রথমে রনিকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়া থেকে নাজমুলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।