স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৪৩০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রবিউল ইসলাম রবিন (২২)। নগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় তার বাড়ি। রোববার রাত ৯টার দিকে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল রাজশাহীর কাটাখালী বাজারে এ অভিযান চালায়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিউল ইসলাম মাদক ব্যবসা করেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।