স্টাফ রিপোর্টার: রাজশাহী বার সমিতির নির্বাচন-২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ইব্রাহিম-শাহজাহান প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সভায় তিনি ইব্রাহিম-শাহজাহান প্যানেলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। ইব্রাহিম-শাহজাহান পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট একরামুল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মঞ্জুর জামান মুকুল প্রমুখ। এ সময় ইব্রাহিম-শাহজাহান প্যানেলের সব প্রার্থী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।