রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারদিন ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এ মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব মেলার আয়োজন করে।
আয়োজকেরা জানিয়েছেন, চারদিন ব্যাপী এই মেলা চলবে আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় দেশি বিদেশি বইয়ের মোট ১৫টি স্টল রয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনীর প্রায় ২৫ হাজার বই স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সাহিত্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে পরিণত হয়েছে এই বইমেলা। উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, কমিকস, শিশুতোষ ও কিশোর সমগ্র, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, রাজনীতি, ইতিহাসসহ বিভিন্ন জনরার বই থাকছে এই মেলায়। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও লেখকদের বই নিয়ে একটা বিশেষ স্টল আছে এই বইমেলায়।
বইমেলার বিষয়ে রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান বলেন, একবিংশ শতাব্দীর এই সময় উত্তর আধুনিকতার যুগে মানুষের সাথে বইয়ের সম্পর্ক দিন দিন কমছে। একাডেমিক পড়াশোনার বাহিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের অন্য জগৎ এর সাথে পরিচয় করিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৮ সাল থেকে প্রতি বছর বই মেলার আয়োজন করে আসছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেখকদের উৎসাহ প্রদানে আমারা আলাদা কর্নার রাখছি। যার মাধ্যমে পাঠক এবং লেখকদের মাঝে সম্পর্ক তৈরি হবে।