মেয়ের বাড়ি যাওয়া হলো না তোফাজ্জলের

28

স্টাফ রিপোর্টার : ব্যাগভর্তি বাজার সয়দা নিয়ে বাইসাইকেল চালিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন তোফাজ্জল হোসেন (৬০)। কিন্তু তাঁর আর মেয়ের বাড়ি পৌঁছানো হলো না। পথেই যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেছে তাঁর। শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার খুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জলের বাড়ি চারঘাটের ইউসুফপুর এলাকায়। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাইসাইকেল চালিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে চারঘাট-বানেশ^র মহাসড়কের খুদির বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস তোফাজ্জলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জল হোসেন।

ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত তোফাজ্জলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়েছেন।

SHARE