স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৩১১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহী মহানগরীর সুলতানাবাদ মহল্লার শুভ কুমার দাস (২০) এবং একই এলাকার পাপন দাস (১৯)। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার রাত ১০টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া স্কুল মোড়ে এ অভিযান চালায়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, যাত্রীবেশে ইজিবাইকে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন দুই মাদক ব্যবসায়ী। তখন অভিযান চালিয়ে ইজিবাইক ও ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।