স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার তানোর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সেক্রেটারী আবু সালহে, ভাইস-চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাইনুল ইসলাম স্বপন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, তানোর পৌরসভার কাউন্সিলর ইনতাজ আলী প্রমুখ।