স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) উদ্যোগে ‘প্রফেশনাল আইসিটি স্কিলস্ ডেভেলপমেন্ট ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে এর আয়োজন করা হয়।
সকালে ভার্চুয়ালি যুক্ত থেকে রুয়েট উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল।
কর্মশালায় রুয়েট, রাজশাহী বিশ^বিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বাউয়েট, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় ওয়েব পেজ ডিজাইনিং, আইওটি, এডভান্স সফটওয়্যারস বিষয়ে অংশগ্রহণকারীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।