স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। উন্নয়ন এখন কোন কাল্পনিক বিষয় নয়। ছবিতেও দেখা যায়, যেখানে উন্নয়ন হয়েছে, সেখানে গেলেও দেখা যায়। আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করেছি।’
রাজশাহীর সরকারি প্রমথনাথ (পি.এন) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিটন বলেন, ‘নানা দিকে আমরা অনেক উন্নত হয়েছি। মাথাপিছু আয় বেড়েছে। আমাদের খাদ্যাভাসে পরিবর্তন হয়েছে। আমরা আগে চেয়ে ভালো খাই, ভালো কাপড় পরি, ভালো মানের ঘরে বসবাস করা চেষ্টা করি। রাজশাহীতে আগে তেমন বহুতল ভবন ছিল না। গত ১৫ বছরে রাজশাহীতে ব্যাপকভাবে বহুতল ভবন নির্মাণ হয়েছে এবং আরো অনেক হচ্ছে। আমাদের অর্থনীতির সামর্থ যে বৃদ্ধি পেয়েছে, এটি তার একটি সাক্ষ্য দেয়।’
সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানমঞ্চে ছিলেন সরকারি প্রমথনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) আবুল হোসাইন ও সহকারী প্রধান শিক্ষক (মর্নিং শাখা) আব্দুল মতিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।