স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক মণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহীর দামকুড়া থানার হরিপুর গ্রামের নাইমুল ইসলাম (২৭), ফেতরাপাড়া গ্রামের মিলন হোসেন (৩৫), মতিহার থানার নতুন বুধপাড়া মহল্লার রাশিদুল হক (২৫) এবং কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মহল্লার রনি খান (২৮)। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা ছাড়াও একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানিয়েছে। র্যাব আরও জানায়, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদেরও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।