স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার সকালে ছোটবনগ্রাম কাউন্সিলর কার্যালয়ে দারুন নাজাত মাদ্রাসার ছাত্রদের দ্বারা পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয় এবং খতম শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল মজিদ। এছাড়া বাদ আসর শিরোইল কলোনি কাউন্সিলর কার্যালয়ে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন শিরোইল কলোনি জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ মঈনুল ইসলাম আশরাফি। এসব কর্মসূচিতে কাউন্সিলর তৌহিদুল হক সুমন উপস্থিত ছিলেন।
এছাড়াও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবর আলী, শাহমখদুম থানা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বাবুল,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন রবি, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি গোলাম মোস্তফা, বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সহ সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন, নাসির উদ্দিন, আব্দুল আজিজ, মোঃ সিদ্দিক, ১৯ নং ওয়ার্ড উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নয়ন হক, মহানগর যুবলীগ নেতা মো: মাহিন হাসান মিথুন, শ্রমিক নেতা আজমুল হক রাজু, যুবনেতা মানিক, ওয়াসিম, অহিদুল, সাজু, ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ।